কয়দিন আগেই গোপন বিয়ের খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়ক জিয়াউল রোশান। এবার জানা গেলো, বাবা হতে চলেছেন তিনি। রোশানের পরিবারের ঘনিষ্ঠজনরা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগেই তারা বিয়ের খবর সবার সামনে আনেন।
আড়াই বছর আগে গোপনে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার নায়ক জিয়াউল রোশান। গেল শনিবার বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। এবার জানা গেল, রোশানের স্ত্রী তাহসিনা এশা অন্তঃসত্ত্বা।
জানা গেছে, দুই পরিবারের সবাই এখন রোশান ও এশার অনাগত সন্তানের অপেক্ষায় আছেন। অবশ্য রোশান বাবা হওয়ার পরই কথাটা সবাইকে জানাতে চান। তিনি চান, সন্তান আগে নিরাপদে পৃথিবীতে আসুক, তারপর ভক্তদের জানাবেন।
২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রোশান। বিয়ের খবর প্রকাশ্যে আনার একদিন পরই কক্সবাজারে উড়াল দেন রোশান।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।