ঢাকাSunday , 14 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

মোখার প্রভাব শুরু, বরিশালে আশ্রয়ণকেন্দ্রে মানুষের ভিড়

Link Copied!

চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্কে বরিশাল বিভাগের বিভিন্ন আশ্রয়ণকেন্দ্রে এখন পর্যন্ত ১২ হাজার ৮৪২ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

শনিবার রাতে বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান গণমাধ্যমে এই তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত বিভাগের ৬ জেলার মধ্যে বরিশাল ও পিরোজপুর ছাড়া বাকি ৪ জেলার আশ্রয়ণ কেন্দ্রগুলোতে ৫ হাজার ২৮০ জন পুরুষ, ৬ হাজার ৭২ জন নারী ও ১ হাজার ৪৯০ শিশু আশ্রয় নিয়েছে।এর মধ্যে পটুয়াখালীতে ১ হাজার ৪৯৪ জন, ভোলায় ৯ হাজার ১২ জন, বরগুনায় ১ হাজার ৪৮৬ জন ও ঝালকাঠিতে আশ্রয় নিয়েছেন ৫৫০ জন।

 

বিভাগীয় কমিশনার আরও জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের পাশাপাশি গবাদি পশু আছে ৩ হাজার ১৯২টি। সেখানে শুকনো খাবারসহ সব সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।