ঢাকাTuesday , 16 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

দু-এক দিনের মধ্যে চিনির দাম কমবে : বাণিজ্যমন্ত্রী

Link Copied!

  • বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যে চিনির দাম কমবে। এরপর আমরা আবার নতুন করে দাম নির্ধারণ করে দেব। দাম নির্ধারণ করে দেওয়ার পরও যারা বেশি দামে চিনি বিক্রি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত শেখ হাসিনার ভাবনায় স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সময় তিনি বলেন, চিনির দাম আর বাড়বে না৷ উল্টো এক-দুদিনের মধ্যে কমে যাবে। আমাদের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যারা এসব দাম ঠিক করে তারা সমস্ত রকম ক্রাইটেরিয়া ফুলফিল করে একটি দাম ঠিক করেছে। আমরা যে দাম ঠিক করেছি তার থেকে বেশি দামে বাজারে চিনি বিক্রি হয়, সেটা আমরা জানি। আমরা ভোক্তা অধিকার ও অ্যাডমিনেস্ট্রেশনকে নির্দেশনা দিয়েছি- যাতে করে যারা নির্ধারিত দামের থেকে বেশি দামে চিনি বিক্রি করছে বা পরবর্তীতে করবে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।সম্প্রতি পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে আমদানির কোনো পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, পেঁয়াজ আমদানিতে কোনো বাধা নেই। কৃষি মন্ত্রণালয় একটা ইমপোর্ট পারমিট দেয়। তারা এতদিন ধরে সেটা বন্ধ রেখেছিল। বাণিজ্য মন্ত্রণালয়ে কোনো বাধা নেই। কৃষি মন্ত্রণালয় চাইছিল যে আমাদের দেশের কৃষকরা যেন ন্যায্য দাম পায়। এটা গতকাল আমি জানতে পেরেছি। আজ বা কালকের মধ্যে যদি দাম না কমে তাহলে তাদের পারমিশনটা দিয়ে দেব।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।