হবিগঞ্জ সদর উপজেলার মানিকে আব্দা গ্রামে টমটম অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুলাল সরকার (২৬) নামে এক তরুণ চালকের। মৃত দুলাল সরকার ওই গ্রামের যোগিন্দ্র সরকারের ছেলে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল সরকার পেশায় একজন টমটম চালক।প্রতিদিনের ন্যায় সে সকালে গ্যারেজে তার টমটমটি চার্জ দিতে যায়। এসময় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।