বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলি ও আইইডি বিস্ফোরণে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই সেনা কর্মকর্তা। মঙ্গলবার (১৬ মে) রুমা উপজেলায় এ ঘটনা ঘটে।
আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর বলছে, বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল টিমের ওপর কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত ও দুজন কর্মকর্তা আহত হয়েছেন।
গতকাল বান্দরবানের রুমা উপজেলার সুনসুয়াংপাড়া থেকে প্রায় তিন ঘণ্টা এবং জারুছড়িপাড়া থেকে এক ঘণ্টার হাঁটাপথের দূরত্বে একটি পাহাড়ে গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। কিন্তু সেখানে কী ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কে গতকাল সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু আজ আইএসপিআর জানাল হতাহতের খবর।
বান্দরবানের দুর্গম এলাকায় গত কয়েক মাসে বিবদমান স্থানীয় সশস্ত্র কয়েকটি সংগঠনের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীও এলাকাকে সন্ত্রাসমুক্ত করার জন্য অভিযান অব্যাহত রেখেছে।