ঢাকাMonday , 22 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড

মেসির সঙ্গে আমার ভবিষ্যৎ জড়িত নয়’

Link Copied!

কয়েক দিন আগেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন সের্হিও বুসকেতস। বার্সার জার্সিতে ৩৪ বছর বয়সী বুসকেতস ক্লাব ক্যারিয়ারের সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন।

২০০৮ থেকে ২০২৩—গত ১৫ বছরে ৮টি লা লিগা, ৭টি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ, ৩টি করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। এবার নতুন চ্যালেঞ্জ নেওয়ার পালা। কিন্তু কোথায় তিনি, বার্সার জার্সিতে সব জেতা বুসকেতসের নতুন গন্তব্য কী হতে যাচ্ছে?গুঞ্জন আছে, লিওনেল মেসির সঙ্গে বুসকেতসও পাড়ি জমাবেন সৌদি আরবে। বড় অঙ্কের চুক্তিতে খেলবেন আল হিলালে। পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ চলতি বছরের জুনে। বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছিল, মেসি নাকি আগামী মৌসুমে সৌদি আরবের ফুটবলে খেলার চুক্তিও সেরে ফেলেছেন। এরপর এই গুঞ্জন আরও ডালপালা মেলে। তবে বুসকেতসের দাবি তাঁর ভবিষ্যৎ মেসির সঙ্গে জড়িত নয়

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গতকাল ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে বার্সা। এই ম্যাচে ৮৪ মিনিটে বুসকেতসকে তুলে নেন জাভি। তখন পুরো ক্যাম্প ন্যু তাঁকে দাঁড়িয়ে অভিবাদন জানান। ম্যাচ হারলেও ৪ বছর পর লিগ শিরোপা উদ্ধারের উৎসবের মুহূর্তে উচ্ছ্বাসটা বাঁধভাঙাই ছিল বুসকেতসদের।

ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সঙ্গে কথা বলতে গিয়ে বুসকেতস বলেছেন, ‘প্রত্যেকেরই নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সবার জীবন, পরিবার, উদ্দেশ্য আলাদা। অবশ্যই মেসির সঙ্গে আবারও আমি খেলতে চাই, তবে আমার ভবিষ্যৎ মেসির সঙ্গে জড়িত নয়।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।