প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আজ সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে এই দাবি জানান দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরীন আখতার।
রাজশাহীর বিএনপির জনসভা থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি খুনের রাজনৈতিক পথেই আছে। বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলার মতো হামলা চালিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ও নিশ্চিহ্ন কবিএনপিকে গণতান্ত্রিক রাজনীতির জন্য স্থায়ী বিপদ উল্লেখ করে বিবৃতিতে জাসদের এই শীর্ষ দুই নেতা বলেন, তাই কোনো ছাড় না দিয়ে বিএনপিকে গণতান্ত্রিক রাজনীতির মাঠ থেকে রাজনৈতিকভাবে বিদায় করতে হবে। এর মাধ্যমে গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে নিরাপদ ও শক্তিশালী করতে হবে।১৯ মে বিকেলে পুঠিয়ার শিবপুর হাট উচ্চবিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে একটি সমাবেশ হয়। সেই সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদের বিরুদ্ধে।