সরকার পতনের এক দফা দাবিতে দ্রুত আন্দোলন শুরু করতে চায় বিএনপি। এ জন্য দলের ঘোষিত ১০ দফা দাবিকে এক দফায় নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। এক দফা সামনে রেখে আগামী কয়েক সপ্তাহ বিভাগীয় পর্যায়ে ‘তরুণ সমাবেশ’সহ কিছু কর্মসূচি পালন করবে দলটি।
বিএনপি নেতারা জানান, আজ রবিবার ঢাকা ছাড়া সারা দেশে মহানগর পর্যায়ে পদযাত্রা কর্মসূচির মাধ্যমে সপ্তাহব্যাপী সরকারবিরোধী কর্মসূচির প্রথম ধাপ শেষ হচ্ছে।এরপর এক দফার আন্দোলন কিভাবে শুরু হবে, এ পর্যায়ে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে তা চূড়ান্ত করা হবে।
একাধিক দায়িত্বশীল নেতা কালের কণ্ঠকে জানান, বিএনপির শীর্ষ নেতৃত্ব সব জেলা ও মহানগরের দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ নেতা, দলের সাবেক এমপি-মন্ত্রী এবং ২০১৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। এ ছাড়া বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী
জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু কালের কণ্ঠকে বলেন, এখন যে কর্মসূচি চলছে তা এক দফার আন্দোলনে যাওয়ার প্রস্তুতির অংশ।