ঢাকাSunday , 28 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Link Copied!

কেএম রফিক যশোর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্যাপন করেছে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় আলোচনাসভা, কুঁইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান হয়েছে। আলোচনা সভায় পদকটির ইতিহাস ও বঙ্গবন্ধুর এ পদকপ্রাপ্তি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন বক্তারা।

জিলা স্কুল

সকালে জিলা স্কুলের হলরুমে আলোচনাসভা হয়। প্রধান শিক্ষক শোয়াইব হোসেন এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) শফিয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক (দিবা) মো. মহিউদ্দীন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান, সেলিমা খাতুন, সহকারী শিক্ষক লক্ষণ কুমার বিশ^াস প্রমুখ। আলোচনাসভা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক জামাল উদ্দীন।

আব্দুর রাজ্জাক কলেজ

শিক্ষা প্রতিষ্ঠানটিতে আলোচনাসভা, কুঁইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, ইতিহাস বিভাগের ইতিহাসের সহকারী অধ্যাপক ওয়াহেদুল ইসলাম প্রমুখ। কুঁইজ প্রতিযোগিতা পরিচালনা করেন পরিসংখ্যান বিষয়ের সহকারী অধ্যাপক উত্তম কুমার পাল।

 

হামিদপুর আল হেরা কলেজ

শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মফিজুল ইসলাম। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, সহকারী অধ্যাপক আশুরা শারবিন বিনা, মমতাজ শিরিন প্রমুখ। আলোচনাসভা পরিচালনা করেন সহকারী অধ্যাপক অধ্যাপক আশরাফ আলী।

 

এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজ

শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী সদস্য আহসান হাবীব চৌধুরী। ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ফারজানা করিম, জগদীশ দাশ, তৌহিদুল রহমান, বিদেশ সরকার প্রমুখ। অনুষ্ঠানে পরিচালনা করেন শিক্ষার্থী জান্নাতি ইয়াসমিন ও লামিশা খাতুন। দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক মিজানুর রহমান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।