ঢাকাMonday , 29 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

মসলার বাজারে অভিযান চালাবে ভোক্তা অধিদপ্তর

Link Copied!

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে মসলার বাজার নিয়ন্ত্রণে সোমবার থেকে মাঠে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের মাধ্যমে কোরবানির ঈদের আগেই আদা, পেঁয়াজসহ মসলার বাজার স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আজ রোববার মসলার পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দিয়েছে সংস্থাটি। সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘বাজারে এখন যে অবস্থা, তাতে অভিযানের বিকল্প নেই। সোমবার থেকে সারা দেশে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা মাঠে থাকবেন। আমরা এক সপ্তাহ দেখব। তারপর বাজার পরিস্থিতির বিবেচনা নিয়ে সরকারের উচ্চ মহলে প্রতিবেদন দেব।’

মতবিনিময় সভার বিষয়ে ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আলোচনার পর বোঝা গেল, বাজারে মসলার দাম কেন বেড়েছে, তা কেউ জানেন না। অথচ ঠিকই কোরবানির ঈদের আগে দাম বেড়ে গেল। তাই আমরা তো বসে থাকতে পারি না।’

রমজান মাসের সময়ও অসাধু কিছু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার চেষ্টা করেছেন উল্লেখ করে মনজুর মোহাম্মদ শাহরিয়ার আরও বলেন, এবার তেমন কোনো পরিস্থিতি হলে দোকান এক দিনের জন্য হলেও বন্ধ করে দেওয়া হবে।

মতবিনিময় সভার বিষয়ে ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আলোচনার পর বোঝা গেল, বাজারে মসলার দাম কেন বেড়েছে, তা কেউ জানেন না। অথচ ঠিকই কোরবানির ঈদের আগে দাম বেড়ে গেল। তাই আমরা তো বসে থাকতে পারি না।’

রমজান মাসের সময়ও অসাধু কিছু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার চেষ্টা করেছেন উল্লেখ করে মনজুর মোহাম্মদ শাহরিয়ার আরও বলেন, এবার তেমন কোনো পরিস্থিতি হলে দোকান এক দিনের জন্য হলেও বন্ধ করে দেওয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।