লাওতারো মার্তিনেজের সময়টা দারুণ কাটছে। ইতালিয়ান ‘সিরি আ’তে এ মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মার্তিনেজ তাঁর দল ইন্টার মিলানকে তুলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিরি ‘আ’তে ২১ গোলের সঙ্গে অ্যাসিস্ট (গোল করানো) ৬টি। চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচে তাঁর গোল ৩টি, আছে ৩টি অ্যাসিস্টও। এমন সুসময়কেই মার্তিনেজ বেছে নিয়েছেন নিজের শুভ পরিণয়ের উপলক্ষ হিসেবে।
সিরি ‘আ’ মৌসুম শেষ হওয়ার পর চ্যাম্পিয়নস লিগের আগে যে ফাঁকা সময় পেয়েছেন, তাতে নিজের বিবাহোত্তর আনুষ্ঠানিকতার কাজ সেরে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। গতকাল দীর্ঘদিনের সঙ্গী অগাস্তিন গান্ডোলফোর সঙ্গে পরিণয়ে জড়ানোর উৎসব সম্পন্ন করেছেন মার্তিনেজ। পাঁচ বছর ধরে একসঙ্গে আছেন তাঁরা। সম্প্রতি মার্তিনেজ ও অগাস্তিন দ্বিতীয়বারের মতো বাবা-মাও হয়েছেন। তাঁদের নবাগত সন্তানের নাম থিও মার্তিনেজ।এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো কন্যাসন্তানের মা–বাবা হন অগাস্তিন–মার্তিনেজ দম্পতি। তাঁদের মেয়ের নাম নিনা মার্তিনেজ। মার্তিনেজের বিবাহোত্তর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে উত্তর ইতালির কোমো শহরের বিলাসবহুল একটি হোটেলে। বিয়ে উপলক্ষে পার্টিটি গতকাল অনুষ্ঠিত হলেও এই দুজন কিন্তু গোপনে বিয়ে করেছেন ১২ মে।
মার্তিনেজ-অগাস্তিনের বিবাহোত্তর অনুষ্ঠানে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন দলের একাধিক ফুটবলারসহ ১২০ জন অতিথি উপস্থিত ছিলেন। আর্জেন্টাইন ফুটবল দলের যে সদস্যরা উপস্থিত ছিলেন, তাঁদের মাঝে এমিলিয়ানো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, নিকোলাস তালিয়াফিকো ও জেরেনিমো রুলিও। সবাই আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য।
এ ছাড়া অন্যদের মধ্যে নিকোলস গনজালেস, হোয়ান মুসো ও হোয়াকিন কোরেয়াও উপস্থিত ছিলেন, যাঁরা চোটে পড়ে বিশ্বকাপ দল থেকে ছিটকে গিয়েছিলেন। এই খেলোয়াড়ের সঙ্গে তাঁদের সঙ্গীরাও উপস্থিত ছিলেন। মার্তিনেজের বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। মেসি উপস্থিত না থাকলেও তিনি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বলে জানা গেছে।