ঢাকাWednesday , 31 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উদযাপন

Link Copied!

বিশ্ব শান্তির জন্য জীবন উৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত দেশসমূহে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সৈন্যদের কর্মনিষ্ঠার প্রশংসাবাণী উচ্চারণের মধ্য দিয়ে গত ২৯ মে (সোমবার) যুক্তরাষ্ট্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উদযাপিত হলো।

এ উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব এ্যান্তোনিয়ো গুতেরেজ বলেছেন, ‘শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় জাতিসংঘের অঙ্গীকারের স্পন্দিত হৃৎপিণ্ডের পরিপূরক হচ্ছে আমাদের শান্তিরক্ষীরা। ’ শান্তিরক্ষীদের দীর্ঘ ৭৫ বছরের ত্যাগ-তিতিক্ষার কথা উচ্চারণ করেন মহাসচিব। দাঙ্গা-সংঘাত-যুদ্ধ পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় মিশনের নারী-পুরুষদের এই অসম সাহসী ভূমিকার প্রতি জাতিসংঘের দ্ব্যর্থহীন সমর্থন অব্যাহত রাখতে সদস্য-রাষ্ট্রসমূহের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

মারাত্মক সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে নিপতিত বেসামরিক নাগরিকদের রক্ষায় তারা অবিশ্বাস্যরকমের ভূমিকা পালন করছেন। নিজের জীবন বাজি রেখে অসহায় মানুষের প্রাণ বাঁচাতে তারা দ্বিধা করছেন না। এমন সাহস আর ত্যাগের ঘটনাবলি প্রত্যক্ষ না করলে কেউ বিশ্বাস করতে চান না বলেও মন্তব্য করেছেন মহাসচিব।

‘আমরা তাদের পরিবার, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের প্রতি সহানুভূতি এবং সংহতি প্রকাশ করছি; শান্তির জন্য তাদের নিঃস্বার্থ এই আত্মগ্যাগের মধ্য দিয়ে মানবতা চিরকাল অনুপ্রাণীত হবে’, বলেন মহাসচিব।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।