ঢাকাThursday , 1 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

গাঁজার গাছসহ কৃষক আটক

Link Copied!

নিজ বাড়িতে গাঁজার গাছ চাষ করে বের বড় করে তুলছিলেন কৃষক কামাল হোসেন (৫০)। গাছগুলোও বেশ তরতর করে বেড়ে উঠছিল। বুধবার দুপুরের দিকে মিরপুর শোন্দহ ক্যাম্প পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হানা দেয় উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পারুল পাড়ার কৃষক কামাল হোসেনের বাড়িতে। হানা দিয়ে তার বাড়ির আঙিনায় তরতর করে বেড়ে ওঠা ১৩টি গাঁজার গাছসহ তাকে আটক করে।কামাল হোসেন পারুল পাড়ার মৃত সামসুদ্দেনের ছেলে।

 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে কৃষক কামাল হোসেন নিজ বাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষ করে আসছিল। খবর পেয়ে ক্যাম্পের পুলিশ সেখানে হানা দিয়ে ১৩টি গাঁজার গাছসহ তাকে আটক করে নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।