মোঃ গোলাম নবী খোকনঃ
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌর সভার তফসিল ঘোষণা করেছে জেলা নির্বাচন অধিদপ্তর। আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র জমা শেষ সমশ ১৮ জুন রবিবার। মনোনয়ন পত্র যাচাই বাছাই ১৯ জুন সোমবার। প্রার্থীতা পত্যাহারের শেষ দিন ২৫ জুন রবিবার। বুধবার ৩১ মে স্থানীয় সরকার (পৌর সভা) নির্বাচন বিধি মালা ২০১০ এর বিধি ১০(১) এর বিধি অনুযায়ী নির্বাচন কমিশন চাঁদপুর জেলার ছেংগারচর পৌর মেয়র, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের আদেশ ক্রমে নির্বাচন পরিচালনা অধিশাখা-২ এর উপ সচিব আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জারি হরা হয়েছে। উল্লেখ্য গত ৫ এপ্রিল ১৯৯৮ সালে ছেংগারচর পৌর সভা স্থাপিত হয়। এতে ১ম ও ২য় বার বিএনপি সমর্থিত আমেনা বেগম নির্বাচিত হয়।২০১২ সালের ১৮ জানুয়ারীতে তৃতীয় বার আওয়ামীলীগ থেকে হাজ্বী বিল্লাল হোসেন নির্বাচিত হয়। ২ মাস ২৭ দিন পর হাজ্বী বিল্লাল হোসেন এর মৃত্যু হলে পদটি শূন্য হয়ে যাওয়ায় পর হাজ্বী রুহুল আমিন মোল্লা ভার প্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। ৭ আগষ্ট উপ – নির্বাচনে মোঃ রফিকুল আলম জজ মেয়র নির্বাচিত হয়। মামলার জটিলতার কারণে ৫ বছরেরও অধিক সময় কেটে যায়। রফিকুল আলম জজ এলাকায় না থাকার কারনে ভার প্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান বেপারী, গত ২১ এপ্রিল ২০২২ ইং তারিখে প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ভূমি আল এমরান খান। ছেংগারচর পৌর সভায় ভোটার সংখ্যা ৩৩ হাজার, ৩, ৩১জন। এর মধ্যে পুরুষ ২৬ জাজার , ৯ শ, ৯৪ জন। মহিলা ভোটার ১৬ হাজার ৩ শ,৩৩ জন।ভোট কেন্দ্র সংখ্যা ১৬ টি এর মধ্যে ১ টি অস্থায়ী।