বিশ্ব ফুটবলের দলবদলের বাজারে হঠাৎ করেই ঘুরতে শুরু করেছে ‘আরব্য ছড়ি’। সেই ছড়ি আর কেউ নয়, ঘোরাচ্ছে সৌদি আরব। তাদের মায়াবি সেই ছড়ি (ছড়ির জায়গায় অর্থও পড়তে পারেন) ক্রিস্টিয়ানো রোনালদোকে এরই মধ্যে বশীভূত করে ফেলেছে। গুঞ্জন আছে—সেই মায়া লিওনেল মেসি, করিম বেনজেমা, লুকা মদরিচসহ ইউরোপের ফুটবলের অনেক প্রতিষ্ঠিত তারকাকেই ডাকছে।
শিরোনাম পড়েই হয়তো পাঠক বুঝে ফেলেছেন, এটা প্রতীকী। মেসি-বেনজেমাদের এখন ‘আরব্য রজনীর গল্প’ আর আমরা যাঁরা প্রায় প্রতিদিন সৌদি আরবের ফুটবলে তাঁদের খেলার সম্ভাবনা নিয়ে নানা ধরনের খবর পাঠককে দিয়ে যাচ্ছি, সেই সাংবাদিকদের ‘শাহরাজাদ’ বলার কারণ আছে। সেই কারণে যাওয়ার আগে ‘সহস্র এক আরব্য রজনী’ আর শাহরাজাদ নিয়ে একটু বলে আসা যাক।প্রাচীনকালে আরবের এক বাদশাহ শাহরিয়ারের মনে নারীদের প্রতি অবিশ্বাসের জন্ম নিয়েছিল। সেই অবিশ্বাস থেকে তিনি ভয়ংকর এক সিদ্ধান্ত নেন। প্রতি রাতে কোনো কুমারীকে বিয়ে করতেন, পরের দিন ভোরে সেই নারীকে হত্যা করতেন! এভাবে তিন বছর চলার পর একদিন তাঁর রাজ্যে আর কোনো কুমারী খুঁজে পাওয়া যায়নি। বেচারা উজির তো পড়ে গেলেন মহা সমস্যায়। কোনো কুমারী পাওয়া যায়নি—এ কথা বাদশাহকে বললে নিশ্চিত তাঁর গর্দান যাবে।