ঢাকাFriday , 16 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাংবাদিকের মৃত্যু

JendralMaya
September 16, 2022 12:35 pm
Link Copied!

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এরশাদ হোসেন (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫ টা ১২ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরশাদ হোসেন এশিয়ান টেলিভিশনে ঢাকায় প্রতিবেদক হিসেবে কাজ করতেন। তার বাড়ি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামে। তিনি ঢাকার মাগুরা জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন।

পরিবার সূত্র জানায়, গত রোববার (১১ সেপ্টেম্বর) জ্বরে আক্রান্ত হন এরশাদ হোসেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) তার ডেঙ্গু ধরা পড়ে। এ দিন প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় রক্তের প্লাটিলেট ৩৮ হাজারের নিচে নেমে আসায় লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার জুমার নামাজের পর মাগুরার পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন এরশাদের মামা কুতুবউদ্দিন। এরশাদ স্ত্রী ও আড়াই বছরের এক কন্যা সন্তান নিয়ে ঢাকায় থাকতেন।সাংবাদিক এরশাদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকার মাগুরা জেলা সাংবাদিক ফোরাম। এছাড়া এরশাদের ছোট বোন বেনজীর হোসেন নিশী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তার মৃত্যুতে শোকবার্তা দিয়েছে ছাত্রলীগও। এতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।