ঢাকাFriday , 14 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

মুক্তির প্রথম দিনেই বাজিমাত “রাগী

Link Copied!

মুক্তির প্রথম দিনেই বাজিমাত করলো মিজানুর রহমান মিজান পরিচালিত একশনধারার চলচ্চিত্র “রাগী”। ছবিটি সারাদেশের ২৮ টি প্রেক্ষাগৃহ একযোগে মুক্তি পায়। আজ শুক্রবার মর্ণিং শো,তে সবগুলো প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া উপস্থিতি ও ছবি দেখার পর তাদের উন্মাদনার মধ্য দিয়ে ছবিটির সফলতার গল্প শুরু হয়। আমন্ত্রিত সাংবাদিক, শিল্পী ও কলাকুশলীদের নিয়ে রাজধানীর তিনটি সিনেমাহলে ছবি দেখেন ” রাগী” ছবির টিম। প্রথমে রাজধানীর মতিঝিলের অভিজাত সিনেমাহল এরপর পুরাণ ঢাকার ইংলিশ রোডের চিত্রামহল ও জিঞ্জিরার নিউ গুলশান হল ভিজিট করে ‘রাগী”র টিম।

রোমান্টিক- একশনধারার ছায়াছবি নিয়ে এদেশীয় দর্শকরা বরাবরই আগ্রহী থাকে। আর প্রতিটি সিনেমাহলে দর্শকদের মাত্রাতিরিক্ত উপস্থিতির মাধ্যমে সেটা নতুন করে আবারও প্রমাণিত হলো। ছবিটিতে ভিলেন হিসেবে মুনমুনের অভিনয় প্রশংসার দাবি রাখে। এছাড়া আবীর চৌধুরীর অভিনয়ও ছবিটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আর নির্মাণের প্রতিটি ফ্রেমে দক্ষতা ও মুন্সীয়ানার ছাপ রেখেছেন পরিচালক মিজানুর রহমান মিজান।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবীর চৌধুরী, আঁচল, মুনমুন, মৌমিতা মৌ, ববি, কাজী হায়াৎ, জিয়া তালুকদার, মারুফ আকিব, শতাব্দী ওয়াদুদ, সনি রহমান প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।