ঢাকাTuesday , 8 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

সোহেল খান’র পরিচালনায় জুই’র ‘পোষা পাখি উড়াল দিবে বুঝি নাই আগে’

Link Copied!

দুইটি নতুন গান দর্শকদের উপহার দিতে যাচ্ছেন উদীয়মান কণ্ঠশিল্পী জুই আক্তার। শ্রোতাদের জন্য প্রতিনিয়ত গাইছেন নতুন নতুন গান। এই গান দুটির মিউজিক ভিডিও পরিচালনা করছেন সোহেল খান। খুব শীঘ্রই জুই’র গাওয়া ‘পোষা পাখি উড়াল দিবে বুঝি নাই আগে’ শিরোনামের গানটি মুক্তি দেয়া হবে বলেই জানা গেছে পরিচালক সূত্রে। তারপর দর্শকদের উপহার হিসেবে ২য় গানটি প্রকাশ হবে। ‘পোষা পাখি উড়াল দিবে বুঝি নাই আগে’ শিরোনামের গান সহ দুইটি গানেরই মিউজিক ভিডিওর কাজ শেষ হল। গানটি লিখেছেন আর জে রবিন খান। সুর ও সংগীত আয়োজন করেছেন অহিদুল ইসলাম।চিত্রগ্রহনে ছিলেন এস এ সজীব।রুপসজ্জায় ছিলেন বিপ্লব ও আলকসজ্জায় ছিলেন মোঃ শামীম আহমেদ। সম্পাদনা করেছেন আপন। খুব শীঘ্রই রাজিব মিউজিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

নতুন এই গান প্রসঙ্গে শিল্পী জুই আক্তার বলেন, এই গানটির কথা অনেক সুন্দর। গানটি গেয়ে অনেক ভালো লেগেছে। সোহেল ভাইয়ের সাথে আমার দুইটি গানের কাজ করা হল। আশা করি দর্শকদের গান দুইটিই ভালো লাগবে।আমি দর্শকদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।আরও ভালো ভালো গান দর্শকদের উপহার দিতে চাই।

গানটির মিউজিক ভিডিও পরিচালক সোহেল খান বলেন, ”পোষা পাখি উড়াল দিবে বুঝি নাই আগে’ গানটি অনেক সুন্দর। জুই আক্তারের সাথে দুইটি গানের কাজ করলাম। তার গায়কী অনেক ভালো । সে যে দুইটি গান করেছে তার কণ্ঠে দুটি গানই বেশ ফুটে উঠেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। আমি চেষ্টা করেছি গান গুলোকে আরও সুন্দর গল্প ও নির্মানশৈলী দিয়ে দর্শকদের সামনে উপস্থাপন করতে। আশা করি গানটি শুনতে ও দেখতে বেশ উপভোগ্য হবে। দর্শকদের অবশ্যই বলব গানটি দেখার জন্য।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।