রাজধানীর পল্লবী থানায় পুলিশ হেফাজতে ইশতিয়াক হোসেন (জনি) নামে এক যুবকের মৃত্যুর দায়ে বরখাস্ত দুই পুলিশ কর্মকর্তাসহ চারজনকে জরিমানার টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তাদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদুল হাসানকে জরিমানার ১ লাখ টাকা করে এবং সাত বছরের দণ্ডপ্রাপ্ত পুলিশের সোর্স রাসেল ও সুমনকে জরিমানার ২০ হাজার টাকা করে আগামী এক মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে আসামিদের রিভিশন আবেদন শুনানি করার জন্য আগামী দুই মাসের মধ্যে এ মামলার পেপারবুক তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।