ফরিদপুরে প্রায় ১০০ টন চাল, গম ও ধান আত্মসাতের মামলায় চরভদ্রাসনের উপ-খাদ্য পরিদর্শক মো. ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে দুদক। আজ রোববার দুপুর আড়াইটার দিকে জেলা খাদ্য অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।দুদক সূত্রে জানা যায়, বর্তমানে সাময়িক বরখাস্ত বোয়ালমারী উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. ছানোয়ার হোসেন ২০২২ সালের অক্টোবর মাসের ১৫ তারিখে থেকে নভেম্বর মাসের ১০ তারিখে চরভদ্রাসন খাদ্য গুদামের উপ-খাদ্য পরিদর্শক থাকাকালীন প্রায় ৭৪ টন চাল, প্রায় ২০ টন ধান, ৪ টন গম ও প্রায় ৯ হাজার খালি বস্তা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। দুদকের সহকারী পরিচালক আবুল বাসার গত ১১ এপ্রিল তার বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন।
দুদক, ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন রোববার দুপুর আড়াইটায় জেলা খাদ্য অফিসের এলাকা থেকে ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন। সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।
জেলা খাদ্য কর্মকর্তা মো. ফরহাদ খন্দকার বলেন, দুদকের মামলা হবার পরে মো. ছানোয়ার হোসেন বোয়ালমারী উপ-খাদ্য পরিদর্শক ছিলেন। তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা দায়ের করেছি। এছাড়াও ওই পরিদর্শকের সঙ্গে যোগসাজশ করেছিলেন যে তালিকাভুক্ত ডিলাররা, তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।