বসুন্ধরা কিংস অ্যারেনায় নতুন সংযোজন ‘ফ্লাডলাইট’। গত বছর দেশের প্রথম কোনো ক্লাব হিসেবে হোম ভেন্যু তৈরি করে ইতিহাস রচনা করে বসুন্ধরা কিংস। এবার সেই মাঠে ফ্লাডলাইট স্থাপন করে নতুন উচ্চতায় ভেন্যুটি। আজ (শুক্রবার) সন্ধ্যায় কিংস অ্যারেনায় পরীক্ষামূলকভাবে জ্বলে ওঠে ফ্লাডলাইটের আলো।
ফ্লাডলাইটের পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘সবকিছু ভালো হয়েছে। বিশ্বকাপ বা বাছাইয়ের ম্যাচ আয়োজনে ২৫০০ লাক্সের ফ্লাডলাইটই যথেষ্ট। কিন্তু কিংস অ্যারেনায় ‘এ’ ক্যাটাগরির এইচডি মানের তিন হাজার লাক্সের ফ্লাডলাইট বসানো হয়েছে।’ফিফা ও এএফসির নির্দেশনা অনুযায়ী এই ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে। গত মার্চ মাসে শুরু হয়েছিল লাইট স্থাপনের কাজ। দ্রুতই ফ্লাডলাইটের আলোয় বসুন্ধরা কিংসের ম্যাচ দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা। আগামী ২৬ মে লিগের ম্যাচে শেখ রাসেলে ক্রীড়া চক্রের বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। ওই ম্যাচেই ফ্লাডলাইটের আলোয় আলোকিত হতে পারে কিংস অ্যারেনা!