ঢাকাTuesday , 23 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে মেছো বাঘের বাচ্চা উদ্ধারের পর অবমুক্ত করল বন বিভাগ

Link Copied!

কক্সবাজারের টেকনাফের নেটং পাহাড়-সংলগ্ন পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। এটির বয়স এক থেকে দেড় বছর। সোমবার বেলা ১১টার দিকে টেকনাফ পৌরসভার নাট্যংপাড়া এলাকার মোহাম্মদ শাহ এমরানের বাড়ি থেকে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করেন স্থানীয়রা। এরপর বিকেলে টেকনাফ বন বিভাগের বেতবাগান-সংলগ্ন সারিঅং খাল এলাকায় এটিকে অবমুক্ত করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাফ সদরের বিট কর্মকর্তা আবুল কালাম বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধারের পর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। এরপর এটিকে মাছ খেতে দেওয়া হয়। পরে বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারোয়ার আলমের নির্দেশনা পেয়ে এটিকে টেকনাফ বন বিভাগের বেতবাগান-সংলগ্ন সারিঅং খাল এলাকায় অবমুক্ত করা হয়।

মেছো বাঘের বাচ্চাটি এক নজর দেখার জন্য লোকজন ভিড় করেন জানিয়ে আবুল কালাম বলেন, এটির উচ্চতা প্রায় দেড় ফুট ও দৈর্ঘ্যে আড়াই ফুট।গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল বিড়ালের মতো। গায়ের রং ধূসর। এটি পুরুষ মেছো বাঘ।স্থানীয়রা জানান, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার মোহাম্মদ শাহ এমরানের বাড়িতে শিশুরা খেলাধুলার সময় মেছো বাঘের বাচ্চাটি দেখতে পায়। এরপর স্থানীয় লোকজন এসে এটিকে জাল দিয়ে ধরে বন বিভাগকে খবর দেন।

 

অবাধে বনজঙ্গল উজাড় হওয়ায় খাদ্যসংকটে পড়ে মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা সারোয়ার আলমের। তিনি বলেন, ‘প্রথমে আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে এনে একটি কক্ষে রেখে পর্যবেক্ষণ করেছি। সুস্থ থাকায় বিকেলে এটাকে টেকনাফ বন বিভাগের বেতবাগান-সংলগ্ন সারিঅং খাল এলাকায় অবমুক্ত করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।