ঢাকাWednesday , 24 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

রিজভীর সামনেই দুগ্রুপে সংঘর্ষে আহত ১৫

Link Copied!

নারায়ণগঞ্জে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সামনেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে বিবদমান দুগ্রুপের নেতাকর্মীরা। এ ঘটনায় দুগ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

এতে আড়াইহাজার স্বেচ্ছাসেবক দল নেতা রফিক ও নারায়ণগঞ্জ যুবদল নেতা রতন, মাহফুজ, নাজমুল ইসলামসহ অজ্ঞাত আরও ৮-১০ জন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সামনেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে বিবদমান দুগ্রুপের নেতাকর্মীরা। এ ঘটনায় দুগ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

এতে আড়াইহাজার স্বেচ্ছাসেবক দল নেতা রফিক ও নারায়ণগঞ্জ যুবদল নেতা রতন, মাহফুজ, নাজমুল ইসলামসহ অজ্ঞাত আরও ৮-১০ জন আহত হয়েছেন।এদিকে পদযাত্রা শেষে আড়াইহাজার থানা বিএনপি নেতা মাহবুবুর রহমান সুমনের লোকজন মিছিল নিয়ে চাষাঢ়ার দিকে যাওয়ার সময়ে তাদের উদ্দেশ করে দেখে নেওয়ার হুমকি দেন আজাদের অনুগামী রফিকুল ইসলাম। ওই সময়ে সুমনের পক্ষ নিয়ে যুবদল নেতা মশিউর রহমান রনির অনুগামীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। শুরু হয় ধাওয়া-পালটাধাওয়া। তখন রফিককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত হন আরও কয়েকজন। একপর্যায়ে আজাদ অনুসারী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব ও তার লোকজন পালটা হামলা চালালে দুপক্ষের সংঘর্ষে নগরীর মিশনপাড়া মোড় কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পালটাধাওয়াতে অন্তত ১৫ জন আহত হন। তাদের শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবের মোবাইলে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান মোল্লা যুগান্তরকে জানান, ঘটনার পর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ যাওয়ার আগেই তারা চলে গেছেন। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।