ঢাকাFriday , 26 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ডের চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্রের লিগে জেসন রয়!

Link Copied!

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জামানায় জাতীয় দলের গুরুত্ব কমে যাচ্ছে বলে অনেকের মত। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ওপেনার জেসন রয় সেটা যেন আবারও প্রমাণ করতে যাচ্ছেন। আসন্ন গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক মেজর ক্রিকেট লিগে খেলতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে চুক্তি বাতিল করবেন বলে জানা গেছে! তাকে দুই বছরের জন্য প্রায় তিন লাখ পাউন্ডে চুক্তির প্রস্তাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। খবরটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।২০১৯ সালে ইয়োইন মরগানের নেতৃত্বে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জেসন রয়। তবে গত গ্রীষ্মে তিনি দলে জায়গা হারান। জায়গা পাননি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও। এসব কারণেই হয়তো জেসন রয় কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।খবর যদি সত্যি হয়, তাহলে আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড দলে তাের সুযোগ পাওয়া কঠিন হবে। এমন ঝুঁকি থাকা সত্ত্বেও সুযোগটি লুফে নিতে চান আগামী অক্টোবর পর্যন্ত ইনক্রিমেন্টাল চুক্তিতে ইসিবির সাথে চুক্তিবদ্ধ জেসন রয়।

 

জানা গেছে, নিজের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্তে আসতে জেসন রয় গত কয়েক সপ্তাহ ধরেই ইসিবির সাথে কথা চালিয়ে যাচ্ছেন। একই সময়ে মেজর লিগ ক্রিকট লিগ, ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ব্লাস্টের সূচি থাকায় বিপত্তি ঘটবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।