কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যুবক মো. শামিম হোসেন (৩২)। প্রায় নয় বছর প্রবাস জীবন কাটিয়ে ২০২০ সালে গ্রামে ফিরেছেন। মহামারি করোনা ভাইরাসের কারেণ তার আর বিদেশ ওমানে যাওয়া হয়নি। তাই গ্রামে থেকেই কিছু একটা করবেন বলে তিনি সিদ্ধান্ত নেন।কিন্তু কী করা যায়, এ ব্যাপারে সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না তিনি।
অবশেষে তিনি সিদ্ধান্ত নেন বাপ-দাদার পৈতৃক পেশা কৃষিকাজে নিজেকে আত্মনিয়োগ করবেন। কিন্তু তিনি সনাতন পদ্ধতিতে চাষাবাদ করতে চান না। তিনি আধুনিক পদ্ধতিতে লাভজনক চাষাবাদ করার সিদ্ধান্ত নেন।সেজন্য তিনি চাষাবাদ শেখার জন্য ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে শুরু করেন।
একপর্যায়ে তার স্মার্টফোনের স্কিনের ইউটিউবে হঠাৎ একদিন ভেসে ওঠে যশোর এগ্রো-১ এর ইয়োলো (হলুদ) গোল্ড জাতের তরমুজ চাষের ভিডিও। ভিডিও দেখে তিনি খুব মুগ্ধ হন ও তরমুজ চাষের জন্য সিদ্ধান্ত নেন।
এরপর তিনি অনলাইনে ইয়োলো গোল্ড ও স্মার্টবয় (কালো জাতের) তরমুজের বীজ ক্রয় করেন এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় চাষাবাদ শুরু করেন।