প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির স্লোগান দেয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ ধানবান্ধির নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমানউল্লাহ আমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে হুমকির স্লোগান দেন অভিযুক্ত রাশেদুল। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।সিরাজগঞ্জ সদর থানার ওসি অপারেশন সুমন দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।