ঈদুল আজহায় প্রিয়তমা নিয়ে বড় পর্দায় আসছেন শাকিব খান। আরশাদ আদনানের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ।
সোমবার বিকেলে হিমেল আশরাফ মুঠোফোনে প্রথম আলোকে জানান, ঢাকার স্টার সিনেপ্লেক্স, যশোরের মণিহারসহ শতাধিক সিনেমা হলে সিনেমাটি মুক্তির বিষয়ে কথাবার্তা চলছে।
সিনেমার গল্প লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন; পরিচালক হিমেল আশরাফের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন ফারুক। সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।