প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির এক দফা দাবির বিপরীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, তাদেরও এক দফা, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হতে হবে।
গতকাল বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এই ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরও এক দফা, শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না। নির্বাচন শেখ হাসিনার সরকারের আমলেই হবে, শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন।’
আওয়ামী লীগের সমাবেশের দেড় কিলোমিটার দূরে নয়াপল্টনে আরেক সমাবেশ থেকে বিএনপি সরকারের পদত্যাগের এক দফা দাবি ও নতুন কর্মসূচি ঘোষণা করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সন্ধ্যা ছয়টার পর যখন বক্তৃতা শুরু করেন, ততক্ষণে বিএনপির সমাবেশ শেষ। শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে বিএনপির অনড় অবস্থানের বিপরীতে আওয়ামী লীগও সংবিধানের বাইরে না যাওয়ার বিষয়ে অনড় থাকার ঘোষণা দেয়। এমনকি বিএনপির সঙ্গে আলোচনা কিংবা সংলাপের সম্ভাবনাও নাকচ করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির মতো আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা না দিলেও দলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে টানা কর্মসূচি আসতে পারে বলে জানান ওবায়দুল কাদের। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘খেলা হবে, নির্বাচন পর্যন্ত। মাঠ ছাড়বেন না। যখনই ডাক দেব শেখ হাসিনার নির্দেশে, তখনই আপনারা মাঠে চলে আসবেন। কোনো অপশক্তির সঙ্গে আপস করব না।’
গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত বিএনপির প্রায় প্রতিটি কর্মসূচির দিন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে থেকেছে। বিএনপির পরবর্তী পদযাত্রা কর্মসূচির পাল্টাও থাকবে বলে আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে।
বর্তমান সরকারের পদত্যাগ চেয়ে গতকাল বিএনপি এবং এর জোটসঙ্গী ও সমমনা দলগুলো পৃথকভাবে এক দফা দাবিতে যুগপৎ কর্মসূচি ঘোষণা করে। বিএনপির এই কর্মসূচির পাল্টা কর্মসূচি দেয় আওয়ামী লীগ। দলটি এই সমাবেশের নাম দেয় ‘শান্তি সমাবেশ’। এতে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের