আওয়ামীলিগ সরকারের পদত্যাগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এক দফা দাবী নিয়ে পদযাত্রা শুরু করেছে বিএনপি ও সম-মনা দলগুলো। তারই ধারাবাহিকতায় ১৮ জুলাই চাঁদপুর বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়।পদযাত্রার অংশ গ্রহন করতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.মোঃ জালাল উদ্দিনের নির্দেশে পদযাত্রায় অংশগ্রহন করে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে এ পদযাত্রা কর্মসূচিতে অংশ করেন মতলব উত্তর দক্ষিণ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ অংশ ও সহযোগী সংগঠনের শত-শত নেতাকর্মী,এছাড়াও চাঁদপুরের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, থেকে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে হাজারো নেতাকর্মীদের ঢল নামে।
এসময় পদযাত্রাটি চিত্রলেখা মোড় থেকে শুরু করে ছায়াবানী মোড় হয়ে কালীবাড়ি চত্বর ও জেএম সেনগুপ্ত রোড হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়৷ এসময় নেতাকর্মীদের সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।
এ সময় বক্তরা বলেন,” ভোটবিহীন অবৈধ সরকার দীর্ঘদিন সাধারন জনগনের রক্ত চুষে খাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি ও লোডশেডিং জনজীবনে বিপর্যয় ডেকে এনেছে। এই সরকারের পতন না ঘটালে এর ভয়াবহতা আরো বৃদ্ধি পাবে। তাই শেখ হাসিনা সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরবো না।
এসময় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন,মতলব উত্তর বিএনপির সভাপতি হান্নান সরকার, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির এনামুল হক বাদল, সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মতলব উত্তর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান,মতলব দক্ষিণ পৌর বিএনপির সভাপতি সোহেব আহমেদ সরকার, সাধারণ সম্পাদক ভিপি জাকির, যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল সোহেল, হাসানুজ্জামান নোমান, মাসুদ রানা, মুরাদ বেপারী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম সরকার ,মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরন, পৌর যুবদলের আহ্বায়ক মজিব সরকার, সদস্য সচিব কামাল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, সদস্য সচিব রানা প্রধান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল, সদস্য সচিব আনিস মিয়াজি, ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী সহ অসংখ্য নেতা কর্মী অংশ গ্রহন করেন।