নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমার নাম ‘তুমি যেখানে,আমি সেখানে’। সিনেমাটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। এই ঈদে বুবলীর দুইটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’। যেখানে বুবলীর বিপরীতে রয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ। অন্যটি হলো সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, সেটিতে চিত্রনায়ক নিরবের সাথে জুটি বেঁধেছেন বুবলী। ছবি দুটিতে বেশ প্রশংসিত হয়েছেন বুবলী। এছাড়া বুবলী অভিনীত বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায়।
বুবলীর নতুন সিনেমা ‘তুমি যেখানে,আমি সেখানে’ নিয়ে নির্মাতা দেবাশীষ বিশ্বাস জানান, আগামী আগস্ট মাসের ৭ তারিখ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। এফডিসি ও তার আশে পাশেই সিনেমাটির দৃশ্যধারনের কাজ শুরু হবে । শুটিং এর জন্য ইতোমধ্যেই এফডিসির ফ্লোরে সেট নির্মাণের কাজ চলছে।এ সিনেমায় বুবলীর বিপরীতে থাকবেন রোশান। ছবিটি প্রযোজনা করছেন প্রযোজক সালমান চৌধুরী।