দেশে ফিরেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। দীর্ঘ প্রায় দেড় বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন এই অভিনেতা। ২০২২ সালের মে মাসে ‘এমআরনাইন’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এই অভিনেতা। সেখানে যাওয়ার পর ওই বছরের সেপ্টেম্বর মাসে স্ত্রীকে হারান এই অভিনেতা। এরপর আর দেশে ফেরা হয়নি তার। সম্প্রতি দেশের ফিরেছেন এই অভিনেতা। দেশে ফিরেই ঘোষনা দিলেন বছরে দুটি করে ছবি উপহার দিবেন এই অভিনেতা।
মিলন বলেন, আমি ‘এমআরনাইন’ সিনেমায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। সেখানে আমার জীবনের বড় একটি দুর্ঘটনা ঘটে আমি আমার স্ত্রীকে হারাই। যা ইতোমধ্যে সবাই অবগত আছেন। আমার স্ত্রী দীর্ঘ ৬ বছর ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে মারা যান। স্ত্রী মারা যাবার পর আমার একমাত্র সন্তান একা হয়ে পরে তাই আমার দেশে ফেরা হয়ে উঠেনি। দীর্ঘ সময় আমাকে সুদুর যুক্তরাষ্ট্রে থাকতে হয়েছে। দেশে এসেই দেখি আমার সিনেমার জয়জয়কার। আমাদের সিনেমার অবস্থা এখন অনেক ভালো, অনেক পরিবর্তন হয়েছে। আমিও চাই আমাদের সিনেমা ভালো চলুক। আমাকে প্রযোজক-পরিচালকরা সহযোগিতা করছেন। আমি চেষ্টা করব বছরে দুটি ছবি উপহার দিতে।
এদিকে মিলন অভিনীত তিনটি সিনেমা মুক্তির অপেক্ষার রয়েছে। তার মধ্যে রয়েছে ‘এমআরনাইন’, ‘১৯৭১ সেই সব দিন’ ও ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমা তিনটি।