ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষাম্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ সেপ্টেম্বর বেলা ১১টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের হলরুমের অনুষ্ঠানে ইউপি সদস্যা রোকেয়া পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুর্যোগ প্রকল্প কর্মকর্তা দীপঙ্কর সাহা ও বিপ্লব তপাদার। এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার গোলাম মুর্তজা ,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার, ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা,পরজিত সরকার, ইউপি সদস্যা সেলিনা পারভিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন প্রাণিসম্পদ কর্মকর্তা শেখ ইমরান হোসেন,ডাঃ প্রশান্ত রায়, সিডিএফ শরিফুজ্জামান ও রাজবুল হাসান রাজু সহ ইমাম,পুরোহিত ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ও সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্য রাখেন ইউপি সদস্য মনিরুল ইসলাম (মন্টু)।