চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজী কান্দি ইউনিয়নের পূর্ব চরমাছুয়া মোল্লা বাড়িতে ভাগিনার ছুরির আঘাতে মামা খুন। ঘটনার বিবরনে জানা যায়, আজ ১৬ সেপ্টেম্বর ২০২৩ ইং রোজ শনিবার দুপুরে মৃত আশ্বাদ আলীর ছেলে মানিক (৩০) নদীতে মাছ ধরে বাড়িতে আসে। মানিক বাড়িতে এসে জানতে পায় তার স্ত্রী সাথী আক্তার কে গ্রাম পুলিশ আনোয়ারের ছেলে আরিফ (২২) মারদর করেছে, এ বিষয়টি মামা মানিক, ভাগিনা আরিফ কে জিজ্ঞেস করা হলে আরিফ ও আরিফের বাবা গ্রাম পুলিশ আনোয়ার হোসেন মানিকের সাথে ক্ষেপে গিয়ে আনোয়ার তার ছেলে আরিফ কে হুকুম দেয় মানিকে মেরে ফেলার জন্য। ঐ সময় মানিকের আড়াই বছরের এক মাত্র সিনথীয়া কোলে ছিল, ঐ মূহুর্তে ভাগিনা আরিফ তার বাবা আনোয়ার কে বলে বাবা কাকে খুন করবো, তার বাবা আনোয়ার বলে তোর মামীকে না মামাকে খুন কর, এ হুকুম দেয়ার সাথে সাথে ভাগিনা আরিফ তার মামার বুকে ছুরি বসিয়ে দিলে তাৎক্ষণিক মানিক মাটিতে লুটিয়ে পরে। এলাকা বাসি এ ঘটনা দেখে আহত মানিককে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনা শুনে মতলব উত্তর থানা পুলিশ সরেজমিন তদন্ত করে সুরুতহাল রির্পোট তৈরী করে লাশ থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে থানা পুলিশ খুনি আরিফ ও খুনির মা লুৎফাকে থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে যানান স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন। চলবে,,,